Terms of Services

সদস্যবিধি (updated: Jan 24)

সদস্যপদ গ্রহণ

Takrimul Mayit Austria-এর সদস্য হতে হলে প্রথমে একটি Membership Application Form পূরণ করে কার্যনির্বাহী কমিটির নিকট জমা দিতে হবে অথবা অনলাইনে Application Form পূরণ করে আবেদন করতে হবে।

নিবন্ধন ও মাসিক ফি

  • বয়স ৫০ বছরের কম হলে নিবন্ধন ফি: €৫০
  • বয়স ৫০ বছরের বেশি হলে নিবন্ধন ফি: €১০০
  • নিয়মিত মাসিক ফি: €২০
  • সদস্যের স্বামী/স্ত্রী ও ১৮ বছরের কম বয়সী সন্তানরা মাসিক ফি-এর আওতাধীন হবেন।
  • ১৮–২৪ বছরের প্রতিটি সন্তানের জন্য অতিরিক্ত মাসিক ফি: €৫

ফি জমাদান প্রক্রিয়া

নিবন্ধন ফি ও মাসিক ফি কেবলমাত্র Bank Überweisung-এর মাধ্যমে জমা দিতে হবে। জমা দেওয়ার জন্য ব্যাংক তথ্য: IBAN: AT93 1400 0046 1096 2845

সদস্য নিজে তার ব্যাংক শাখা (Bank Filiale) বা Online Banking থেকে Dauerauftrag করে নিতে পারেন।

ফি ও অনুদান সম্পর্কিত শর্ত

নিবন্ধন ফি, মাসিক ফি অথবা এককালীন অনুদান সম্পূর্ণ অ-ফেরতযোগ্য। জমাকৃত অর্থ শুধুমাত্র সংশ্লিষ্ট সদস্য বা তার পরিবারের কারো মৃত্যুর পর দাফন কার্য সম্পাদনে ব্যবহার হবে।

বকেয়া ফি ও সদস্যপদ স্থগিত

কোনো সদস্য টানা সর্বোচ্চ ৬ মাস মাসিক ফি প্রদান না করলে তাকে লিখিতভাবে অবহিত করা হবে। বকেয়া পরিশোধ না করা পর্যন্ত Takrimul Mayit Austria ঘোষিত আর্থিক সুরক্ষা স্থগিত থাকবে।

আর্থিক সুরক্ষা পাওয়ার যোগ্যতা

অন্তত ৬ মাসের সমপরিমাণ মাসিক ফি জমা থাকলে একজন সক্রিয় সদস্য পূর্ণ আর্থিক সুরক্ষা পাবেন। এই সুরক্ষার আওতায় সেই সদস্য বা তার পরিবারের কেউ মৃত্যুবরণ করলে দাফন-কাফনের ব্যয়ভার বহন কিংবা লাশ নিজ মাতৃভূমিতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এককালীন সদস্যপদ

নিবন্ধন ফি সহ এককালীন €৪,০০০ জমা দিলে একজন সদস্য আজীবন সদস্যপদ পেতে পারেন। এই অনুদান সংশ্লিষ্ট সদস্য বা তার পরিবারের কারো মৃত্যুর পর দাফন কার্য সম্পাদনে ব্যবহার করা হবে।

সদস্যপদ উত্তরাধিকার

কোনো সদস্য মৃত্যুবরণ করলে তার সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হবে। তবে মৃত সদস্যের স্বামী/স্ত্রী বা সন্তান নতুন করে আবেদনপত্র পূরণ করলে নিবন্ধন ফি ছাড়া পূর্ববর্তী সদস্যপদ বহাল থাকবে এবং পারিবারিক আর্থিক সুরক্ষা অব্যাহত থাকবে।

তথ্য অধিকার ও গোপনীয়তা

সদস্য চাইলে তার জমাকৃত অনুদানের পরিমাণ সম্পর্কে জানতে পারবেন। সদস্যদের সকল ব্যক্তিগত তথ্য অস্ট্রিয়ার তথ্য সুরক্ষা আইন অনুযায়ী সংরক্ষিত থাকবে।

দাফন তহবিল

Takrimul Mayit Austria-এর একটি পৃথক দাফন সংক্রান্ত তহবিল থাকবে। একই ব্যাংক একাউন্ট IBAN: AT93 1400 0046 1096 2845 -এ ব্যক্তি, দল বা যে কোনো সংস্থা অনুদান প্রদান করতে পারবেন।


বিধি প্রণয়ন ও সংশোধন

উপর্যুক্ত সকল শর্ত সংগঠনের গঠনতন্ত্র (Statuten), অস্ট্রিয়ার সমিতির আইন (Vereinsgesetz) এবং প্রযোজ্য তথ্য সুরক্ষা আইন (DSGVO) এর আওতায় Takrimul Mayit Austria কর্তৃক পরিবর্তন ও সংশোধনযোগ্য।

সাধারণ শর্তাবলীর কোনো ধারা অকার্যকর প্রমাণিত হলে বা বিরোধ তৈরি হলে সংশ্লিষ্ট পক্ষসমূহ সেই ধারাটিকে একটি কার্যকর ধারা দ্বারা প্রতিস্থাপন করবে, যা সংগঠনের গঠনতন্ত্র (Statuten) এবং প্রযোজ্য অস্ট্রিয়ার আইনি বিধানের সাথে সঙ্গতিপূর্ণ হবে।